অ্যাকসেসিবিলিটি লিংক

চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ—দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে


চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ—দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে
চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ—দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

বাংলাদেশে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছের বড় আড়ত চাঁদপুর জেলার বড় স্টেশন মাছ ঘাট। এখান থেকে মাছগুলো প্যাকেট হয়ে আবার বিভিন্ন স্থানে-যেমন ঢাকার কাওরানবাজার, আজমপুর, আব্দুল্লাহপুর ও উত্তরা এবং গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার বাজারগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। এসব মাছ যায় ট্রাকে। এখন আর রেলে মাছ পাঠানো হয় না।

চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে গত পাঁচ–ছয় দিন ধরে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। প্রতি দিন গড়ে দুই থেকে আড়াই হাজার মণ ইলিশ বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো থেকে এ ঘাটে আসছে। ট্রলার, ট্রাক ও পিকআপে এসব মাছ এখানে আসতে থাকে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত।

সরবরাহ বেশি হওয়ায় চাঁদপুরের মাছ ঘাট আবারও সরগরম হয়ে উঠেছে। ঘাটের প্রায় চার থেকে পাঁচ শ দিনমজুর ব্যস্ত সময় পার করছে। এমনটাই জানিয়েছেন দিনমজুর নুর ইসলাম, হান্নান ও আনিসসহ আরও কয়েকজন। পাশাপাশি বরফ কলগুলোও ব্যস্ত সময় কাটাচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মাছই ৭০০, ৮০০ ও ৯০০ গ্রাম ওজনের।

প্রতি কেজি ইলিশ পাইকারি দামে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ মাছ আবার শহরের বাজারে খুচরা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়। ওদিকে পদ্মার ইলিশ এখনো কম ধরা পড়ছে। ভরা মৌসুমেও প্রতি দিন প্রায় ৪০ মণও পাওয়া যায় না বলে উল্লেখ করেন জেলে ও বিক্রেতারা।

পদ্মার ইলিশের দাম একটু বেশি। কারণ, এর স্বাদ আলাদা।

শহরের পাল বাজার, পুরান বাজার, নতুন বাজার, বিপনীবাগ, ওয়ারলেস বাজার, বাবুরহাটসহ বিভিন্ন বাজার ঘুরে এমনটাই চোখে পড়েছে। এসব বাজার এখন ইলিশে সয়লাব। কিন্তু, দাম চড়া। কেজিতে ৩টি ইলিশ হলে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ৫০০, ৬০০ ও ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার বা ১ হাজার ১০০ টাকায়।

এদিকে, ৯০০ গ্রামের ইলিশ কেজি প্রতি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়।

বিপনীবাগ বাজার ও পাল বাজারের মাছ বিক্রেতাদের মধ্যে ইউনুছ, দেলোয়ার, জাকির, মো. হোসেন হাওলাদার ও বাবু মিয়া জানান, তারা বেশি দামে কিনে অল্প লাভে এসব ইলিশ বিক্রি করছেন।

অনেক সাধারণ মানুষ ছোট ইলিশ মাছও কিনতে পারছেন না। তারা বাজারে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কারণ দাম এখনো তাদের নাগালের বাইরে।

XS
SM
MD
LG