অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মতে আইএস’এর কার্যকারিতা হ্রাস পাচ্ছে, তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এখনো তাদের পুনরুত্থান সম্ভব


ইরাকি স্পেশাল ফোর্সের সদস্যরা ইরাকের আনবার মরুভূমিতে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে “সলিড উইল” সামরিক অভিযানের সময় একটি হেলিকপ্টারে। ২৩ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।
ইরাকি স্পেশাল ফোর্সের সদস্যরা ইরাকের আনবার মরুভূমিতে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে “সলিড উইল” সামরিক অভিযানের সময় একটি হেলিকপ্টারে। ২৩ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।

ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী ইরাকে প্রভাব হারাতে চলেছে। তবে যুক্তরাষ্ট্রের মেজর জেনারেল ম্যাথিউ ডব্লিউ ম্যাকফারল্লেন সম্প্রতি সতর্ক করেছেন, আইএসের অবশিষ্টাংশ এখনো সিরিয়ার কিছু অংশসহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সুরক্ষার অধীনে নয় এমন অঞ্চলগুলোর জন্য হুমকিস্বরূপ। বিশ্লেষকরা দেখছেন, ইসলামিক স্টেট আফ্রিকা এবং এশিয়ায় বিস্তৃত হচ্ছে।

ম্যাকফারলেন ইরাকে অবস্থিত সম্মিলিত জয়েন্ট টাস্কফোর্স অপারেশন ইনহেরেন্ট রেজলভের কমান্ড দেন। এটি ইসলামিক স্টেট জঙ্গিদের পরাস্ত করতে এবং তাদের পুনরুত্থান রোধ করতে কাজ করে।

এই মাসে সাংবাদিকদের কাছে একটি অনলাইন ব্রিফিং-এ ম্যাকফারলেন আইএসআইএস এবং এটির আরব সংক্ষিপ্ত নাম দায়েশের উল্লেখ করে বলেন, ইসলামিক স্টেট আর কোনো অঞ্চল নিয়ন্ত্রণ করে না। তারা নেতা এবং যোদ্ধাদের হারিয়েছে এবং অতীতের তুলনায় কম হামলা চালাচ্ছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর ইসলামিক স্টেটের কার্যকলাপ ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ওয়াশিংটনের ব্রুকিংস ইন্সটিটিউশনের একজন অনাবাসী সিনিয়র ফেলো স্টিভেন হেইডেম্যান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ম্যাকফারলেন এই সময়ে ইসলামিক স্টেটের একটি “মোটামুটি ভারসাম্যপূর্ণ মূল্যায়ন” দিয়েছেন।

তবে হেইডেম্যান জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন। এতে বলা হয়েছে ইসলামিক স্টেট গোষ্ঠী এখনো সিরিয়া এবং ইরাকে ৫ হাজার থেকে ৭ হাজার যোদ্ধার নেতৃত্ব দিচ্ছে।

দক্ষিণ আফ্রিকা ভিত্তিক বিশ্লেষক মার্টিন ইউই আফ্রিকার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করেছেন। সেখানে ইসলামিক স্টেট ইতোমধ্যে ২০টির বেশি দেশে সক্রিয় রয়েছে। তিনি সতর্ক করেছেন যে, মহাদেশটি “খিলাফতের ভবিষ্যৎ” প্রতিনিধিত্ব করতে পারে।

XS
SM
MD
LG