অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটার জেট দান করেছে নরওয়ে


২০০৪ সালের ৮ সেপ্টেম্বর নরওয়েজিয়ান এয়ারফোর্স এফ সিক্সটিন ফাইটার মধ্য আনাতোলিয়ার তুর্কি শহত কেনিয়ার একটি তুর্কি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। ফাইল ছবি।
২০০৪ সালের ৮ সেপ্টেম্বর নরওয়েজিয়ান এয়ারফোর্স এফ সিক্সটিন ফাইটার মধ্য আনাতোলিয়ার তুর্কি শহত কেনিয়ার একটি তুর্কি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। ফাইল ছবি।

নরওয়ে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধবিমান দান করেছে। বৃহস্পতিবার কিয়েভ সফরে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের একথা জানান।

দান করা জেটগুলোর সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে জানা যায়নি, তবে গহর স্টোয়ের বলেন, সংখ্যাটি সম্ভবত ১০-এর কম হবে।

নেদারল্যান্ডস এবং ডেনমার্কের পর নরওয়ে ইউরোপের তৃতীয় দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে যুদ্ধবিমান দান করার ঘোষণা দিয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার ইউক্রেনীয় শিশুদের নির্বাসন এবং বিশেষ মতে প্রভাবিত করার সাথে জড়িত ১১ জন ব্যক্তি এবং দুটি সংস্থার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেন, “রাশিয়া এবং রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়ার শিবিরে ইউক্রেনের শিশুদের জোরপূর্বক স্থানান্তর এবং নির্বাসনে ভূমিকা রাখার জন্য এবং যারা ইউক্রেনের সেই অঞ্চলগুলোতে রুশ মতাবাদে প্রভাবিত শিক্ষামূলক পাঠ্যক্রম আরোপ করেছে তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।”

ইউক্রেন মনে করে, রাশিয়ার আগ্রাসনের পর থেকে ১৯,৫০০-এর বেশি শিশুকে নির্বাসিত করা হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের স্বাধীনতা দিবস ছিল।

এক বক্তব্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, “আজ আমরা সবাই ইউক্রেনের স্বাধীনতার ৩২তম বার্ষিকী উদযাপন করছি। নিরবচ্ছিন্ন স্বাধীনতার বত্রিশ বছর যা চিরস্থায়ী থাকবে যা আমরা ছিন্ন হতে দেব না এবং যা থেকে ইউক্রেনীয়রা নিয়ন্ত্রণ হারাবে না।”

XS
SM
MD
LG