অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ


সিজিপিএ শর্ত শিথিল করার দাবিতে, এ কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈষম্যের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশের রাজধানী ঢাকার নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত মিছিল করেন। বিক্ষোভ কালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাৎক্ষণিকভাবে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিজিপিএ শর্ত শিথিল করার দাবিতে, এ কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈষম্যের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, “আমরা গত ১৬ আগস্ট ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ম্যামের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।”

তসলিম চৌধুরী আরো বলেন, “আমরা সেই প্রক্রিয়ার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা আবার আমাদের দাবি আদায়ের জন্য এখানে এসেছি। আমাদের কথা না শোনা পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না।”

শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে, এক বর্ষ থেকে আরেক বর্ষে উত্তীর্ণ হতে ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নের দাবি জানান। এ ছাড়া সিজিপিএ শিথীল করে তিনটি বিষয়ে মান উন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার অনুমতি দেয়ার দাবি জানান তারা।

অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের কারণে নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসহ রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

XS
SM
MD
LG