বাংলাদেশের ভাসানচরে অবস্থানরত ১৭ হাজার ৭৯৩ জন রোহিঙ্গা শরণার্থীর মধ্যে গ্যাস সিলিন্ডার বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি। রবিবার (২৭আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর তত্ত্বাবধায়নে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সম্প্রতি এই সহায়তা দেয় কাতার চ্যারিটি ।
সংস্থাটি জানায়, গত দুই বছর ধরে কাতার চ্যারিটি রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্ন সাহায্য করছে। জুলাই মাসে কক্সবাজারে ১ হাজার ৬৩ জন রোহিঙ্গা শরণার্থীকে চিকিৎসা সেবা দিয়েছে তারা।
রোহিঙ্গা শরণার্থী নূর ফাতেমা বলেন, “আমরা নিয়মিত কাতার চ্যারিটি থেকে সহায়তা পাচ্ছি। যা আমাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।” এখন পর্যন্ত, ২ লাখ ৩১ হাজার ৯৬৬ রোহিঙ্গা শরণার্থীকে বিভিন্ন ধরনের সেবা দিয়েছে বলে জানিয়েছে কাতার চ্যারিটি।