অ্যাকসেসিবিলিটি লিংক

ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠি


ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠি।
ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠি।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার সমর্থনের জানিয়ে, চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস রবিবার (২৮ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওবামার সই করা চিঠির একটি ছবি শেয়ার করেন।

যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতির চিঠিতে বলা হয়েছে, “মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্যমুক্ত করে, তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা দীর্ঘকাল ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি। ২০০৯ সালে হোয়াইট হাউজে আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড, লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে।”

চিঠিতে বলা হয়েছে, “এটা আপনাকে শক্তি জোগাবে যে, যেসব মানুষের প্রতি আপনি আপনার মেধা কাজে লাগিয়েছেন এবং আমাদের মধ্যে যারা সকলের জন্য আরো ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের সকলের হৃদয়ে রয়েছেন। আমি আশা করি, আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার মতো স্বাধীনতা পাবেন।”

উল্লেখ্য, বারাক ওবামা টানা দুইবার (২০০৯ থেকে ২০১৭) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

XS
SM
MD
LG