অ্যাকসেসিবিলিটি লিংক

ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি


নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস
নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষে এ দাবি জানান।
মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, “অবিলম্বে তার (ড. ইউনূস) বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।” তিনি বলেন, “এমনকি ১০০ বছর পরও জাতি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে, দেশের সরকার এমন একজন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে এমন খারাপ আচরণ করেছে।”

ড. ইউনূসকে একজন বিখ্যাত ব্যক্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যারা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চায়, তারা কখনো তার মতো মর্যাদায় পৌঁছাতে পারবে না।” তিনি বলেন, “এই অনিবার্য সত্য স্বীকার করুন ও তাকে হয়রানি করা বন্ধ করুন এবং তার বিরুদ্ধে মামলা বন্ধ করুন।”

XS
SM
MD
LG