অ্যাকসেসিবিলিটি লিংক

হারিকেন ইডালিয়া মোকাবেলায় প্রস্তুত হচ্ছে ফ্লোরিডা


ফ্লোরিডার ওকালায় ক্রান্তীয় ঝড় ইডালিয়ার প্রস্তুতি নেওয়ার সময় হোম ডিপোর এক কর্মচারী পানীয় জল উঠাচ্ছেন। (ডগ এঙ্গেল/ ইউএসএ টুডে নেটওয়ার্ক)
ফ্লোরিডার ওকালায় ক্রান্তীয় ঝড় ইডালিয়ার প্রস্তুতি নেওয়ার সময় হোম ডিপোর এক কর্মচারী পানীয় জল উঠাচ্ছেন। (ডগ এঙ্গেল/ ইউএসএ টুডে নেটওয়ার্ক)

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দারা বুধবার বড় ধরনের ঘূর্ণিঝড়ের আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার ভোরে ইডালিয়া হারিকেন আঘাত হানার শক্তিতে পৌঁছেছে। ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, তারা ধারণা করছেন ঝড়টি দিনের বেলায় আরও তীব্র হবে।

টাম্পা শহরসহ ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের একটি বড় অংশে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস রাজ্যে “বড় ধরনের প্রভাব” পড়তে পারে বলে সতর্ক করে ৪৬টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ ঝড়ের আগমনের আগে ২১টি কাউন্টির লোকজনকে সরিয়ে নিতে পরামর্শ দেয়।

প্রেসিডেন্ট জো বাইডেন, সোমবার ডিসান্টিসের সাথে টেলিফোনে কথা বলে রাজ্যের জন্য একটি জরুরি ঘোষণা অনুমোদন করেন।

ফ্লোরিডায় উদ্ধার ও পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রস্তুতির জন্য ১,১০০ ন্যাশনাল গার্ড সদস্যকে একত্রিত করা হয়েছে।

ফ্লোরিডায় পৌঁছানোর আগে, ইডালিয়ার কারণে পশ্চিম কিউবায় প্রচুর বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

XS
SM
MD
LG