অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া একাধিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর দিয়েছে


সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া এবং ওস্টোরোঝনো নভোস্তি প্রদত্ত এই ছবিটিতে একটি বিশাল অগ্নিকান্ড থেকে রাশিয়ার পসকভ শহরের ওপরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২৯ আগস্ট, ২০২৩।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া এবং ওস্টোরোঝনো নভোস্তি প্রদত্ত এই ছবিটিতে একটি বিশাল অগ্নিকান্ড থেকে রাশিয়ার পসকভ শহরের ওপরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২৯ আগস্ট, ২০২৩।

রাশিয়ার কর্মকর্তারা একাধিক অঞ্চলকে লক্ষ্য করে রাতভর ইউক্রেনের ড্রোন হামলার কথা জানিয়েছেন। ওদিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বুধবার ভোরে কিয়েভে রাশিয়ার বিমান হামলা মোকাবিলা করার কথা জানায়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেন, কিয়েভে বিস্ফোরণ হয়েছে, ধ্বংসাবশেষ পড়ে ইউক্রেনের রাজধানীর বেশ কয়েকটি জেলায় আগুন ধরেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, এস্তোনিয়া এবং লাটভিয়ার সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পসকভ অঞ্চলে একটি বিমানবন্দরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়ে চারটি সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত করেছে।

আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে একটি বিশাল অগ্নিকান্ড দেখা যাচ্ছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে বুধবার বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে।

রাশিয়া বলেছে, তাদের সামরিক বাহিনী ওরিওল, কালুগা, ব্রায়ানস্ক, রায়জান এবং মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার সামরিক বাহিনী আরও বলেছে, তাদের বাহিনী রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের ঘাঁটি ক্রাইমিয়া উপদ্বীপের বন্দর শহর সেভাস্তোপলের কাছে একটি সামুদ্রিক ড্রোনের আক্রমণ প্রতিহত করেছে।

বুধবার রাশিয়া জানায়, কৃষ্ণ সাগরের একটি অনির্দিষ্ট অংশে তারা ইউক্রেনের সেনা বহনকারী চারটি সামরিক নৌযান ধ্বংস করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG