অ্যাকসেসিবিলিটি লিংক

গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গৃহবন্দী অবস্থায় আছেন বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা


গ্যাবন ২৪ এর এই ভিডিওতে দেখা যায়, গ্যাবনের সৈন্যরা টেলিভিশনে উপস্থিত হয়ে ঘোষণা করছে , তারা প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্ডিম্বার “বর্তমান শাসনের অবসান ঘটাচ্ছে”। ( ৩০ আগস্ট, ২০২৩)
গ্যাবন ২৪ এর এই ভিডিওতে দেখা যায়, গ্যাবনের সৈন্যরা টেলিভিশনে উপস্থিত হয়ে ঘোষণা করছে , তারা প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্ডিম্বার “বর্তমান শাসনের অবসান ঘটাচ্ছে”। ( ৩০ আগস্ট, ২০২৩)

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের একদল সেনা কর্মকর্তা জানিয়েছেন, তারা প্রেসিডেন্ট আলী বঙ্গোকে পদ থেকে অপসারণ করেছেন এবং তাকে গৃহবন্দী করে রেখেছেন।

দেশটির নির্বাচন কমিশন শনিবারের সাধারণ নির্বাচনে বঙ্গো তৃতীয় মেয়াদে বিজয়ী হয়েছে বলে ঘোষণা দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই বুধবার ভোরে দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল গ্যাবন ২৪-এ কর্মকর্তারা তাদের অভ্যুত্থানের ঘোষণা দেন।

কর্মকর্তারা বলছেন, নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্ত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত সীমান্ত বন্ধ থাকবে।

এক কর্মকর্তা বলেন, “আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষার সিদ্ধান্ত নিয়েছি।“

প্রাথমিক ঘোষণার কয়েক ঘন্টা পরে, কর্মকর্তারা আরও একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, তারা আলী বঙ্গোকে আটক করেছে।

১৯৬৭ সালে তেল সমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট হওয়া ,তার বাবা ওমর বঙ্গোর মৃত্যুর পর ২০০৯ সালে প্রথম দায়িত্ব গ্রহণ করেন বঙ্গো।

আন্তর্জাতিক পর্যবেক্ষকের অভাবে শনিবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। পরে বঙ্গোর সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ।পরে ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধ করার জন্য এটি প্রয়োজনীয় বলে দেশ জুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করে।

গত মাসে নিজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর এই অভ্যুত্থান হলো। ২০২০ সাল থেকে পশ্চিম ও মধ্য আফ্রিকা জুড়ে ধারাবাহিক অভ্যুত্থানের সর্বশেষ ঘটনা এটি।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য রয়টার্স এবং এ এফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG