অ্যাকসেসিবিলিটি লিংক

গ্যাবনে ‘সাংবিধানিক আদেশ ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছে আঞ্চলিক ব্লক


রিপাবলিকান গার্ড সেনারা গ্যাবনের লিব্রেভিলে একটি রাস্তায় তাদের সশস্ত্র পিকাপে দাঁড়িয়ে আছে। ৩০ আগস্ট, ২০২৩।
রিপাবলিকান গার্ড সেনারা গ্যাবনের লিব্রেভিলে একটি রাস্তায় তাদের সশস্ত্র পিকাপে দাঁড়িয়ে আছে। ৩০ আগস্ট, ২০২৩।

বৃহস্পতিবার মধ্য আফ্রিকান আঞ্চলিক ব্লক ইসিসিএএস রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে গ্যাবনে শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে। এটি গ্যাবনে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

দ্য কমিশন ফর দ্য ইকোনোমিক কমিউনিটি অফ সেন্ট্রাল আফ্রিকান স্টেটস এক বিবৃতিতে বলেছে, এটি গ্যাবনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অচিরেই একটি বৈঠক করবেন।

বুধবার সেনা কর্মকর্তারা ক্ষমতা দখল করার পর এবং প্রেসিডেন্ট আলি বঙ্গোকে গৃহবন্দী করার কথা বলার পরে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রসহ ঘটনাগুলোর নিন্দা করেছে। তারা বঙ্গোর মুক্তি এবং বেসামরিক শাসন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

দেশটির নির্বাচন কমিশন বঙ্গো জিতেছে বলে ঘোষণা দেয়ার পরপরই বিদ্রোহী সেনারা জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেয়।

রিপাবলিকান গার্ডের প্রধান জেনারেল ব্রাইস ক্লোটেয়ার ওলিগুই এনগুইমাকে অন্তর্বর্তী কমিটির প্রেসিডেন্ট মনোনীত করা হয়েছে। অলিগুই বঙ্গোর চাচাতো ভাই।

বঙ্গো তার পিতা ওমর বঙ্গোর মৃত্যুর পর ২০০৯ সালে প্রথম ক্ষমতায় আসেন। ওমর বঙ্গো এর আগের ৪২ বছর ধরে তেল উৎপাদনকারী দেশটি শাসন করেছিলেন।

বিরোধীরা বলছেন, পরিবারটি দেশের তেল এবং খনিজ সম্পদ দেশটির ২৩ লাখ মানুষের সাথে ভাগ করে নিতে ব্যর্থ হয়েছে।

গ্যাবন হলো প্রাক্তন একটি ফরাসি উপনিবেশ এবং আফ্রিকায় ফ্রান্সের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি।

শনিবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অভাব ছিল, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি করেছে।

পরবর্তীতে বঙ্গোর সরকার ইন্টারনেট পরিষেবার গতি কমিয়ে দেয় এবং সারা দেশে রাত্রিকালীন কারফিউ জারি করে। তারা বলে, গুজবের বিস্তার রোধ করা প্রয়োজন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG