বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে, রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে, জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। সমাবেশে সমর্থকরা স্লোগান দেয় এবং দলীয় পতাকা ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একটি সামরিক অভ্যুত্থানে নিহত হন। পরবর্তীতে, তার স্ত্রী খালেদা জিয়া দলের দায়িত্ব নেন।