অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণ অবাধে ভোট দিতে পারলেই নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: সিইসি হাবিবুল আউয়াল


বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “নির্বাচন সুষ্ঠু করতে আইনের মাধ্যমে প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে।” সিইসি আরো বলেন, “জনগণ অবাধে ভোট দিতে পারলেই নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।”

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধন করেন।

এদিকে, অন্যতম নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। আনিসুর রহমান বলেন, “এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলা যায়।”

নির্বাচন কর্মকর্তাদের জন্য শনিবার থেকে শুরু হওয়া দুই প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশন থেকে প্রশিক্ষিত ৩ হাজার ৫০০ বিশেষজ্ঞ, মাঠ পর্যায়ে প্রায় ৯ লাখ পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবেন।অনুষ্ঠানে আরো দুজন নির্বাচন কমিশনার (ইসি) এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG