বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, গত ২৬ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন; এখনো তার স্বাস্থ্য পরিস্থিতি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো নয়। সোমবার (৪ সেপ্টেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
ডা. জাহিদ জানান, “মেডিকেল বোর্ডের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা দিনে দুই বা তিনবার তার সঙ্গে দেখা করছেন, প্রয়োজনীয় পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।” তিনি আরো জানান, “মেডিকেল বোর্ডের সদস্যরা দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা করছেন।”
ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়াকে আরো নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। এ কারণে তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।”
বিএনপি চেয়ারপার্সন কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন, জানতে চাইলে তিনি বলেন, “খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখনো হাসপাতাল থেকে বাসায় নেয়ার মতো হয়নি। তাই তাকে আর কত দিন হাসপাতালে থাকতে হবে, তা এখনো নির্দিষ্ট করে বলতে পারছে না মেডিকেল বোর্ড।”
মেডিকেল বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “খুব ধীরগতিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে।” তিনি জানান, “খালেদা জিয়ার জীবন বাঁচাতে লিভার ট্রান্সপ্লান্ট সুবিধাসহ বিদেশের যেকোনো অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো জরুরি। তবে, আমরা তার অবস্থা যাতে খারাপ না হয়, তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করছি। এখানে সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়।”
উল্লেখ্য, ৯ আগস্ট খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।