বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে কিশোরগঞ্জে দায়ের করা মামলায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে, কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১টার দিকে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাশিদুল আমিন এ আদেশ দেন।
এর আগে, কোর্ট উপপরিদর্শক অজিত কুমার সরকার, বিএনপি নেতা চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন বিএনপি নেতা চাঁদের পক্ষে জামিন আবেদন করেন।
শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে, কিশোরগঞ্জে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়ে কারাগারে পাঠনোর আদেশ দিয়েছিলেন।