অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বার্তাতে রাহুল গান্ধীর কটাক্ষ বিজেপিকে


কংগ্রেস নেতা রাহুল গান্ধী
কংগ্রেস নেতা রাহুল গান্ধী

৫ সেপ্টেম্বর ভারতে উদযাপিত হয় জাতীয় শিক্ষক দিবস। এই দিনটি উপলক্ষে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, 'সমগ্র দেশবাসীই আমার শিক্ষক। তাদের কাছ থেকে অনেক কিছু প্রতিদিন শিখি।"

তিনি আলাদা করে উল্লেখ করেছেন মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধর নাম। বলেছেন, "এদের জীবন থেকে সাম্যের শিক্ষা পেয়েছি। শিখেছি মানুষকে ভালবাসতে এবং তাদের প্রতি সমব্যথী হতে।" উল্লেখ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের কথা, যার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে জাতি। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, "একজন শিক্ষক আমাদের জীবনের পথ আলোকিত এবং সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। শিক্ষকদের সেই কারণে আমরা মর্যাদার আসনে বসিয়ে থাকি।"

অবশ্য তিনি শিক্ষক দিবসে তার রাজনৈতিক বিরোধীদেরও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, "আমি এমনকী আমার প্রতিপক্ষকেও আমার শিক্ষক হিসাবে বিবেচনা করি, যারা তাদের আচরণ, মিথ্যাচার এবং কথা দিয়ে আমাকে চিনতে শেখান যে আমি যে পথ অনুসরণ করছি তা একেবারে সঠিক এবং যে কোনও মূল্যে সেই রাস্তায় এগিয়ে যেতে হবে।"

রাজনৈতিক মহল মনে করছে, রাহুল গান্ধী বিরোধী বলতে এক্ষেত্রে বিজেপিকেই বোঝাতে চেয়েছেন। বিগত কয়েক বছর ধরে বিজেপি দল হিসাবে কংগ্রেসকে যত না আক্রমণ শানিয়েছে তার চেয়ে অনেক বেশি নিশানা করেছে ব্যক্তি রাহুল গান্ধীকে। এমনকী গান্ধী পরিবারকে করা আক্রমণেও তিনিই বারে বারে নিশানা হয়েছেন বিজেপি শিবিরের। শিক্ষক দিবসে বিরোধীদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ আসলে কৌশলে বিজেপিকেই নিশানা করেছেন, মনে করছে রাজনৈতিক মহল।

XS
SM
MD
LG