অ্যাকসেসিবিলিটি লিংক

ল্যাভরভের বাংলাদেশ সফরকালে ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করার অনুরোধ করবে ঢাকা


ল্যাভরভের বাংলাদেশ সফরকালে ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করার অনুরোধ করবে ঢাকা
ল্যাভরভের বাংলাদেশ সফরকালে ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করার অনুরোধ করবে ঢাকা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বাংলাদেশ সফরকালে দ্রুত ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করার জন্য অনুরোধ করবে ঢাকা।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মাসুদ বিন মোমেন বলেন, “ইউক্রেন সংকটের পর থেকে সারা বিশ্বে যে জটিল পরিস্থিতি দেখা দিয়েছে তা নিয়ে আলোচনা করব। আমাদের যে সমস্যাগুলো আছে তা আমরা তুলে ধরব”।

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ যত দ্রুত সম্ভব ইউক্রেন ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য রাশিয়াকে অনুরোধ করতে পারে।

এদিকে মঙ্গলবার ঢাকায় রুশ দূতাবাস জানিয়েছে, দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করবে।

এর আগে ৩০ অগান্ট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সফরকালে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে।

আব্দুল মোমেন বলেন, “তিনি (ল্যাভরভ) যেদিন এখানে আসবেন সেদিন আমাদের দ্বিপক্ষীয় বৈঠক হবে। আমাদের অনেক দ্বিপক্ষীয় বিষয় আলোচনা করার আছে। আমাদের রোহিঙ্গা ইস্যুও আছে”।

ল্যাভরভ ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান তিনি।

ল্যাভরভ বাংলাদেশ সফর শেষে ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

XS
SM
MD
LG