এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আগে ব্যাটিংয়ের সুযোহ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১১ ওভারের বেশি বল বাকি থাকতেই ১৯৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। ৬৩ বল বাকি থাকতে এই রান পেরিয়ে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। দলকে জেতাতে ফিফটি করেন ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারেই ৪ উইকেট হারিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় বাংলাদেশ। এ ছাড়া, খেলার শেষ দিকে মাত্র ৯ বলের ব্যবধানে পড়ে যায় আরও ৪টি উইকেট। এর ফলে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে সমর্থ হয় টাইগাররা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। দুর্ভাগ্যবশত, ওপেনার মেহেদি হাসান মিরাজ প্রথম বলেই শূন্য রানে আউট হন। মোহাম্মদ নাইম ও লিটন দাস আশাব্যঞ্জক শুরু করলেও তারা তাদের ইনিংস বড় করতে পারেনি। পাকিস্তানের বোলার শাহীন শাহ আফ্রিদির শর্ট-পিচ ডেলিভারির শিকার হন চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন দাস। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দুজনেই হাফ সেঞ্চুরি করেন। শামীম হোসেন ও আফিফ হোসেনও ক্রিজে এসে দৃঢ়তা দেখিয়েছিলেন। কিন্তু উইকেটে তাদের অবস্থান বাড়াতে ব্যর্থ হন। ফলে টাইগাররা শক্ত ভিত্তি তৈরির লড়াইয়ে ব্যর্থ হয়।
পাকিস্তানের পক্ষে বোলার হারিস রউফ ১৯ রানে ৪টি উইকেট নেন। আর নাসিম শাহ ৩৪ রানে নেন ৩টি উইকেট।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে এটি দুই দলেরই প্রথম ম্যাচ। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ পর্বে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩৮.৪ ওভারে ১৯৩। নাঈম ২০, মিরাজ ০, লিটন ১৬, সাকিব ৫৩, হৃদয় ২, মুশফিক ৬৪, শামিম ১৬, আফিফ ১২, তাসকিন ০, শরিফুল ১ ও হাসান ১ (অপরাজিত)। বোলিং: শাহিন ১/৪২, নাসিম ৩/৩৪, হারিস ৪/১৯, ফাহিম ১/২৭, শাদাব ০/৩৫, সালমান ০/১১, ইফতেখার ১/২০।
পাকিস্তান: ৩৯.৩ ওভারে ৩ উইকেটে ১৯৪। ফখর ২০, ইমাম ৭৮, বাবর ১৭, রিজওয়ান ৬৩ (অপরাজিত) ও সালমান ১২ (অপরাজিত)। বোলিং: তাসকিন ১/৩২, শরিফুল ১/২৪, হাসান ০/৪৬, মিরাজ ১/৫১, সাকিব ০/৩১, শামীম ০/৮।