অ্যাকসেসিবিলিটি লিংক

ভাগনারকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করবে ব্রিটেন


ফাইল ছবি- ভাগনার গ্রুপের সামরিক সদস্যরা রাশিয়ার রোস্তোভ-অন-ডনে একটি ট্যাঙ্কের উপরে বসে আছে (২৪ জুন, ২০২৩) District.
ফাইল ছবি- ভাগনার গ্রুপের সামরিক সদস্যরা রাশিয়ার রোস্তোভ-অন-ডনে একটি ট্যাঙ্কের উপরে বসে আছে (২৪ জুন, ২০২৩) District.

বুধবার ব্রিটেন জানিয়েছে, তারা রাশিয়ার ভাগনার ভাড়াটে গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে।

ব্রিটেন সরকার বলছে, তারা সংসদে একটি আদেশ উত্থাপন করবে যা অনুমোদিত হলে গোষ্ঠীটির সদস্য হওয়া বা সমর্থন করা অবৈধ হবে। এই আদেশ সরকারকে ভাগনারের সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বলেন, ভাগনার লুটপাট, নির্যাতন ও বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত। ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এর কার্যক্রম বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”

ভাগনার ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে জড়িত ছিল। জুন মাসে এর নেতা ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে ছোট একটি বিদ্রোহ করেন।

গত মাসে একটি বিমান দুর্ঘটনায় প্রিগোজিন নিহত হন বলে জানা যায়।

এর আগে ভাগনার ও প্রিগোজিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG