অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইডোডো যুক্তরাষ্ট্র, চী্ন এবং রাশিয়াকে ‘নতুন যুদ্ধ’ এড়াতে অনুরোধ জানালেন


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো জাকার্তায় অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) শীর্ষ সম্মেলনের শেষে একটি সংবাদ সম্মেলনের সময় গণমাধ্যমের সাথে কথা বলছেন। ৭ সেপ্টেম্বর, ২০২৩।

যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যকার তীব্র ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এই অঞ্চলে উত্তেজনা কমাতে এবং সংঘাত এড়াতে নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার জাকার্তায় ইস্ট এশিয়া সামিট (ইএএস)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উইডোডো এই অঞ্চলে কয়েক দশক ধরে বিদ্যমান শান্তি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইএএস অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এবং যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, জাপান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াকে একত্রিত করে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- প্রধান পরাশক্তির এই তিন নেতা তাদের পরিবর্তে নিজ নিজ প্রতিনিধি- ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে শীর্ষ সম্মেলনে পাঠান।

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো অ্যারন কনেলি বলেন, পরাশক্তির ক্ষমতার রাজনীতিতে ইন্দোনেশিয়ার দৃষ্টিভঙ্গি সামঞ্জস্যপূর্ণ।

উইডোডোর বক্তব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য নেতার দ্বারা প্রতিধ্বনিত হয়। এই অঞ্চলে বিভাজনের হুমকির বিপক্ষে তাদের অবস্থান।

শীর্ষ সম্মেলনের নেতারা মিয়ানমারের জান্তাকে আসিয়ানের শান্তি পরিকল্পনা মেনে চলার জন্য সংস্থাটির অক্ষমতা, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের ক্রমবর্ধমান আগ্রাসন, ইউক্রেনের যুদ্ধের বিশ্বব্যাপী প্রভাব এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির হুমকির ওপর আলোকপাত করেন।

XS
SM
MD
LG