অ্যাকসেসিবিলিটি লিংক

লাতিন আমেরিকার রেকর্ড সংখ্যক শিশু পালিয়ে যাচ্ছে, বলছে জাতিসংঘ


মেক্সিকোর হুহুয়েটোকাতে উত্তরগামী মালবাহী ট্রেনে চড়ার জন্য অভিবাসন-প্রত্যাশী শিশুরা রেলপথে বসে খাচ্ছে। ১২ মে, ২০২৩।
মেক্সিকোর হুহুয়েটোকাতে উত্তরগামী মালবাহী ট্রেনে চড়ার জন্য অভিবাসন-প্রত্যাশী শিশুরা রেলপথে বসে খাচ্ছে। ১২ মে, ২০২৩।

জাতিসংঘের শিশু বিষয়ক এক সংস্থা বুধবার জানিয়েছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে রেকর্ড সংখ্যক শিশু তাদের বাড়ি ছেড়েছে এক উন্নততর জীবনের সন্ধানে ; রোগ, আঘাত ও নির্যাতনের ঝুঁকি নিয়েই। জোরালো মানবিক সমাধান ও সহায়তার আবেদন জানিয়েছে এই সংস্থা।

সহিংসতা, তীব্র দারিদ্র্য ও কঠোর আবহাওয়ার শিকার হয়ে অন্তত ৪০ হাজার শিশু বিপজ্জনক দারিয়েন জঙ্গল অতিক্রম করেছে গত বছর। এই জঙ্গল মধ্য ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। ২০২১ সালে এই পালিয়ে যাওয়া শিশুর সংখ্যা ছিল ২৯ হাজার। আগের কয়েক বছরের তুলনায় এখন এই সংখ্যাটা অনেক গুণ বেশি।

২০২৩ সালের প্রথম ছয় মাসে ৪০ হাজারের বেশি শিশু এই ভয়াবহ পথে পাড়ি দিয়েছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায়, চলতি বছরের শেষের দিকে মোট সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে।

এই শিশুদের মধ্যে ছয়শো জনের সঙ্গে কেউ ছিলেন না।

ইউনিসেফের আঞ্চলিক অধিকর্তা গ্যারি কোনিল এক বিবৃতিতে বলেন, "গুন্ডাদের সহিংসতা, অস্থিতিশীলতা, দারিদ্র্য এবং জলবায়ু-সম্পর্কিত ঘটনাগুলি উদ্বেগজনকভাবে অঞ্চলটিকে গ্রাস করছে এবং আরও বেশি শিশুকে তাদের বাড়ি থেকে দূরে ঠেলে দিচ্ছে।"

ইউনিসেফের বক্তব্য অনুযায়ী, এই অঞ্চলের অভিবাসন-প্রত্যাশীদের ২৫ শতাংশই শিশু। এই পরিসংখ্যান এখন সাব-সাহারান আফ্রিকার সমতুল্য। এদিকে, গোটা বিশ্বে অভিবাসন প্রত্যাশীদের অনুপাত প্রায় ১৩ শতাংশ।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বাস্তুচ্যুত শিশুদের প্রায় ৯১ শতাংশেরই বয়স ১১ বছরের কম।

XS
SM
MD
LG