যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বৃহস্পতিবার রাশিয়া ভিত্তিক ট্রিকবট সাইবার ক্রাইম হ্যাকিং গ্রুপের অংশ ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটির বিরুদ্ধে তারা করোনা ভাইরাস মহামারী চলাকালীন হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, কালো তালিকাভুক্ত লক্ষ্যবস্তুতে ট্রিকবটের জন্য “ব্যবস্থাপনা এবং সংগ্রহের সাথে জড়িত মূল ক্রীড়নক” অন্তর্ভুক্ত ছিল। এতে আরও বলা হয়েছে, ট্রিকবটের সাথে রাশিয়ার গোয়েন্দা সার্ভিসের সম্পর্ক রয়েছে।
ট্রেজারি আন্ডারসেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র র্যানসমওয়্যার এবং আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বাধা মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ।”
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লিভারলি বলেন, নিষেধাজ্ঞাগুলো ট্রিকবটের ব্যবসায়ি মডেলকে ব্যাহত করা এবং অজ্ঞাত কর্মীদের নাম প্রকাশ করার একটি প্রচেষ্টা।
ব্রিটিশ কর্মকর্তারা বলেছেন, ট্রিকবট গ্রুপ তাদের কম্পিউটার পরিষেবা পুনরুদ্ধার করতে বিশ্ব জুড়ে বিভিন্ন জনের কাছ থেকে কমপক্ষে ১৮ কোটি ডলার চাঁদা আদায় করেছে।
নিষেধাজ্ঞার সাথে সাথে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ট্রিকবট কর্মকর্তাদের সব সম্পদ জব্দ করে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গ্যাং-এর নয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেছে।