অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন জরুরি অবস্থার আওতায় ৩ সাংবাদিককে গ্রেফতার করলো ইথিওপিয়া


ইথিওপিয়ার আদ্দিস আবাবায় একটি পিক-আপ ট্রাকের পেছনে বসে আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা; (ফাইল ফটো), ৫ জুন ২০২২।
ইথিওপিয়ার আদ্দিস আবাবায় একটি পিক-আপ ট্রাকের পেছনে বসে আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা; (ফাইল ফটো), ৫ জুন ২০২২।

আগস্টের শুরুর দিকে ইথিওপিয়ার সরকার জরুরি অবস্থা জারি করে। এর পর, এক মাসের মধ্যে তিন জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

উত্তরাঞ্চলের আমহারা প্রদেশে সংঘর্ষের প্রতিক্রিয়ায়, গত ৪ আগস্ট ইথিওপিয়ায় ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দেশটির জনপ্রতিনিধি পরিষদ (হাউজ অফ পিপলস রিপ্রেজেন্টেটিভস) ১৪ আগস্ট এই জরুরি অবস্থাকে অনুমোদন দেয়। এই জরুরি অবস্থা সরকারকে বিপুল ক্ষমতা দিয়েছে; এর মধ্যে রয়েছে, কোনো ব্যক্তিকে আদালতের পরোয়ানা ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজের তথ্য অনুযায়ী, জরুরি অবস্থা জারির পর থেকে ইথিওপিয়ায় তিনজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠনটি জানিয়েছে, এই তিন সাংবাদিকই আমহারা প্রদেশের সংঘাত ও জরুরি অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস বা আরএসএফ-এর তথ্য মতে, আমহারা প্রদেশের পরিস্থিতি এবং মানবাধিকার সংক্রান্ত খবর প্রকাশ করায় ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনী এপ্রিল মাসে আট সাংবাদিককে গ্রেফতার করে। এরপর, এই তিন জনকে গ্রেফতার করা হলো।

বুধবার এক বিবৃতিতে, সিপিজে সর্বসাম্প্রতিক এই গ্রেফতারের ঘটনার নিন্দা করেছে। আর, দেশটিতে, পেশা সংশ্লিষ্ট কারণে আটক সকল সাংবাদিককে মুক্তি দিতে, সরকারের প্রতি দাবি জানিয়েছে।

সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের সিপিজে প্রতিনিধি মুত্তকি মুমো বলেন, "আবারো ইথিওপিয়ার কর্তৃপক্ষ সাংবাদিকদেরকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আর এটা করছে এমন এক সময়, যখন চলমান সংঘাত নিয়ে প্রতিবেদন ও মন্তব্য জনগণের জন্য একান্তভাবে প্রয়োজন।"

এই বিষয়ে মন্তব্যের জন্য ভিওএ ওয়াশিংটনে অবস্থিত ইথিওপিয়ার দূতাবাসে ই-মেইল পাঠালেও, তাৎক্ষণিকভাবে এর কোনো জবাব পাওয়া যায়নি।

XS
SM
MD
LG