অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর-পূর্ব মালিতে জঙ্গি হামলায় কমপক্ষে ৪৯ জন বেসামরিক নাগরিক ও ১৫ সেনা সদস্য নিহত: জানিয়েছেন কর্মকর্তারা


মালির টিমবুকটু শহরের সড়কে টহল দিচ্ছে জাতিসংঘের বাহিনী;(ফাইল ফটো, ২৬ সেপ্টেম্বর ২০২১।

মালির অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পূর্ব মালিতে একটি সামরিক ক্যাম্প এবং একটি নৌযানে ইসলামি জঙ্গিরা হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৪৯ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

.জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে আরো বলা হয়েছে, এ হামলায় আরো অনেকে আহত হয়েছেন। তাই , মৃতের এ সংখ্যা চূড়ান্ত নয়।

বিদ্রোহীরা একটি প্লাবিত সমভূমি দিয়ে বেসামরিক মানুষ বহনকারী একটি নৌকায় হামলা চালায়। এই জলমগ্ন ভূমি গাও এবং মোপ্তি শহরকে আলাদা করেছে। নৌযানটি গাও শহর থেকে যখন যাচ্ছিল তখনই এর উপর আঘাত হানা হয়। ।

মালির উত্তর-পূর্বাঞ্চলীয়,গাও অঞ্চলের প্রশাসনিক উপ-বিভাগ বোরেম সার্কেলে একটি সামরিক ক্যাম্পেও হামলা চালায় আততায়ীরা।

আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সহিংস বিদ্রোহের সাথে লড়াই করছে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশ; মালি সেই সব দেশের মধ্যে একটি। ২০১২ সাল থেকে আফ্রিকার রুক্ষ উত্তরাঞ্চলে তাদের শক্ত অবস্থান গড়ে তোলে জঙ্গিরা।

স্থানীয় সেনাবাহিনীতে সমর্থন করার জন্য ব্যয়বহুল আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও, জঙ্গিরা সাহেল অঞ্চল থেকে শুরু করে উপকূলীয় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে শক্ত ভিত গড়ে তুলতে সক্ষম হয়।এই জঙ্গি তৎপরতায়, সাহারার দক্ষিণে, সাহেল অঞ্চলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আর, বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখের বেশি মানুষ।

ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা থেকে সৃষ্ট হতাশার প্রেক্ষাপটে, ২০২০ সাল থেকে মালিতে দুটি এবং বুরকিনা ফাসোতে দুটি সামরিক অভ্যূত্থান সংঘটিত হয়। আর, গত তিন বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকায় আটটি অভ্যুত্থানের চারটি সংঘটিত হয়েছে এ অঞ্চলে।

XS
SM
MD
LG