ইউক্রেনের জাপোরিঝিয়া ওব্লাস্টের পোলোহি শহরে, শুক্রবার রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া-এর সদর দপ্তর ধ্বংস করে দেয়া হয়েছে। শনিবার দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মেলিটোপোলের মেয়র ইভান ফেদেরভ টেলিগ্রামে এ ঘটনার কথা জানিয়েছেন। ফেদেরভ বলেন, রুশরাই ভবনটি ‘পুড়িয়ে দিয়েছে’। তিনি বলেন, ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলে “নারকীয় ছদ্মনির্বাচন” অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।
রাশিয়া ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানস্ক ওব্লাস্টকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শনিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের দৈনিক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোবটিন শহরের পূর্ব পাশে রুশ প্রতিরক্ষা-রেখার বিরুদ্ধে "ধীরে ধীরে কৌশলগত অগ্রগতি" অর্জন করছে।
এক্স পেজে ( পূর্বের টুইটার) পোস্ট করা হালনাগাদ প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে রাশিয়া "খুব সম্ভবত" রোবটিন-এর কাছে "দূর্বল ইউনিটগুলো প্রতিস্থাপনের জন্য" যুদ্ধক্ষেত্রের অন্যান্য অঞ্চল থেকে সেনা সদস্যদের নিয়ে এসেছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রক বলেছে, নতুন করে এই সেনা মোতায়েনের ফলে, যুদ্ধরেখার অন্যান্য এলাকায় আক্রমণ-অভিযান চালানোর ক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা "সম্ভবত সীমিত" হচ্ছে। আর এটা “খুব সম্ভবত” রাশিয়ার প্রতিরক্ষা-রেখায়, বিশেষ করে রোবোটিনের চারপাশে চাপের ইঙ্গিত বহন করে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এক চিঠিতে জানান , খাদ্য ও সার লেনদেনের জন্য, রাশিয়া সুইফট ব্যাংকিং ব্যবস্থার সদস্যপদ লাভ ও প্রবেশাধিকারে আবেদনের যোগ্য বিবেচিত হবে।
লুক্সেমবার্গে অবস্থিত রাশিয়ান এগ্রিকালচারাল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানটি, ৩০ দিনের মধ্যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট-এ “কার্যকর প্রবেশাধিকার” নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে আবেদন করতে পারে বলে এক চিঠিতে রাশিয়াকে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার রয়টার্স এই চিঠি দেখেছে।