অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ; লাল গালিচা সংবর্ধনা


নয়াদিল্লি থেকে ঢাকা পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাক্রোঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নয়াদিল্লি থেকে ঢাকা পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাক্রোঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রবিবার (১০ সেপ্টেম্বর) দুদিনের সফরে ঢাকা পৌঁছেছেন। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে নয়াদিল্লি থেকে ঢাকা পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাক্রোঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৩৩ বছরে এটা ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট-এর প্রথম বাংলাদেশ সফর।

ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সশস্ত্র বাহিনী তাকে গার্ড অফ অনার প্রদান করে। ২১ বার তোপধ্বনি করে ইমানুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানানো হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উপস্থিত ছিলেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী রবিবার দিনের শুরুর দিকে ঢাকায় ফিরে আসেন, যাতে তিনি ম্যাক্রোঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে পারেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট বিমানবন্দর থেকে যে সড়ক দিয়ে গাড়িতে ভ্রমণ করেন, সে সড়ক সজ্জিত করা হয় ম্যাক্রোঁ, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি দিয়ে। রাজধানী ঢাকা জুড়ে দুই দেশের জাতীয় পতাকা ও বর্ণিল ফেস্টুন লাগানো হয়েছে। ফ্রাঁসোয়া মিতেরা ছিলেন শেষ ফরাসি প্রেসিডেন্ট, যিনি ১৯৯০ সালের ২২-২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছিলেন।

XS
SM
MD
LG