অ্যাকসেসিবিলিটি লিংক

সেভাস্তোপল শিপইয়ার্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বলছে রাশিয়া


একটি অ্যাম্বুলেন্স শিপইয়ার্ড সংলগ্ন এলাকা ছেড়ে যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর ২০২৩, সেভাস্তোপল, ক্রাইমিয়া।
একটি অ্যাম্বুলেন্স শিপইয়ার্ড সংলগ্ন এলাকা ছেড়ে যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর ২০২৩, সেভাস্তোপল, ক্রাইমিয়া।

রাশিয়ার কর্মকর্তারা বলেন, বুধবার ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া-অধিভুক্ত ক্রাইমিয়ার একটি শিপইয়ার্ডে আঘাত হানে।

বন্দর নগরী সেভাস্তোপলের রাশিয়া নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। তিনি বলেন, হামলায় ২৪ জন আহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ইউক্রেন ১০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি মনুষ্যবিহীন নৌকা দিয়ে শিপইয়ার্ডকে লক্ষ্যবস্তু করে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা সাতটি ক্ষেপণাস্ত্র এবং সমস্ত নৌকা ধ্বংস করেছে।

প্রতিরক্ষা মন্ত্রক আরও বলেছে, হামলায় মেরামত চলমান দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, বুধবার ভোরে ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার একটি ড্রোন হামলা ইজমাইলে বন্দর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, হামলায় ছয়জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইজমাইল প্রায়ই রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। দানিউব নদী ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য ব্যবহার করা হয়।

বুধবার জাতিসংঘ বলেছে, বেসামরিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা বন্ধ করতে হবে।

ইউক্রেনের জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন এক বিবৃতিতে বলেন, "দুই মাসের কম সময় আগে কৃষ্ণ সাগর চুক্তি স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্তের পর থেকে ইউক্রেনের বন্দরে আজকের হামলাটি ২১তম হামলা ছিল।" "রাশিয়ার আক্রমণের এই নৃশংস এবং নিরলস ধরনের পরিণতি ইউক্রেনের জনগণের জন্য এবং বিশ্বব্যাপী ক্ষুধার সম্মুখীন ৩৪ লাখ ৫০ হাজার মানুষের জন্য বিপর্যয়কর।"

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG