বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা ১৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এগুলো রাশিয়া রাতভর হামলায় ইউক্রেনের একাধিক অঞ্চলকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করেছিল।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া মাকোলাইভ, জাপোরিঝিয়া, সুমি এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে পরিচালিত বিভিন্ন দফায় আক্রমণে মোট ২২টি ড্রোন নিক্ষেপ করেছে।
ডিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেন, এই অঞ্চলে তিনটি ড্রোনের একটির ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে ভবন এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘাসে আগুন ধরে গেছে।
লাইসাক বলেন, রাশিয়ার গোলাগুলি এই অঞ্চলে আঘাত করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে পশ্চিম রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে তাদের বিমান প্রতিরক্ষা একাধিক ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
রাশিয়া আরও বলেছে, তারা বৃহস্পতিবার কৃষ্ণ সাগরে একটি টহল জাহাজে আক্রমণ প্রতিহত করেছে এবং রাশিয়ার বাহিনী পাঁচটি মনুষ্যবিহীন নৌকা ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক টেলিগ্রামে বলেছে, রাশিয়া নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার ওপর ইউক্রেনের নিক্ষেপ করা ১১টি ড্রোন তারা ধ্বংস করেছে।
এই হামলা ক্রাইমিয়ার একটি কৌশলগত শিপইয়ার্ডে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আঘাত করার একদিন পরে সংঘটিত হয়। ওই হামলায় ২৪ জন আহত এবং মেরামত চলমান দুটি জাহাজের ক্ষতি হয়।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।