অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া-রুশ সামরিক সহায়তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে ভোস্টোচনি কস্মোড্রোমে একটি লঞ্চ প্যাড পরীক্ষা করছেন। ১৩ আএপ্টেম্বর, ২০২৩। (এপির মাধ্যমে স্পুটনিক, ক্রেমলিন পুলের মিখাইল মেটজেলের ছবি)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে ভোস্টোচনি কস্মোড্রোমে একটি লঞ্চ প্যাড পরীক্ষা করছেন। ১৩ আএপ্টেম্বর, ২০২৩। (এপির মাধ্যমে স্পুটনিক, ক্রেমলিন পুলের মিখাইল মেটজেলের ছবি)

বুধবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেন,রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার যেকোনো ধরনের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে।

কার্বি বলেন, যুক্তরাষ্ট্র মস্কো এবং পিয়ংইয়ং-এর মধ্যকার যোগাযোগের বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে।

সম্ভাব্য অস্ত্র হস্তান্তরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সতর্কতার প্রেক্ষিতে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে রাশিয়ার সবচেয়ে উন্নত মহাকাশ বন্দরে দেখা করেছেন।

চীনের সীমান্তের কাছে রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে ভোস্টোচনি কসমোড্রোমে আলোচনার সময় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের প্রতি ইঙ্গিত দিয়ে কিম পুতিনের “সকল সিদ্ধান্তের” জন্য তার “পূর্ণ এবং নিঃশর্ত সমর্থনের” প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার আর্টিলারি শেল পাওয়ার আশা করছে। পিয়ংইয়ং তার স্যাটেলাইট এবং পারমাণবিক সাবমেরিনগুলোর জন্য উন্নত প্রযুক্তির পাশাপাশি মস্কো থেকে খাদ্য সহায়তা চায় বলে মনে হচ্ছে।

আলোচনার আগে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেন,তারা চার বছর পরে কিম এবং পুতিনের মধ্যে এই প্রথম বৈঠকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন অস্ত্র রাশিয়াকে না দেয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে নতুন করে সতর্ক করেছে।

সিন্ডি সেইন এবং লি জুহাইউইন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG