যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে একজন অস্ত্র ব্যবসায়ীকে প্রতারণা করে তার কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করার অপরাধে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ডেলাওয়ারের জেলা আদালতে তাকে তিনটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৮ সালের অক্টোবর মাসে তিনি যখন কল্ট কোবরা হ্যান্ডগান কেনেন তখন তিনি অবৈধ মাদক ব্যবহার করছিলেন এবং আইন অনুযায়ী এই অবস্থায় তাঁর আগ্নেয়াস্ত্র রাখার কথা নয়।
যুক্তরাষ্ট্রের বিশেষ কাউন্সেল ডেভিড ভেইস তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছেন তাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আইন লংঘন সম্পর্কে কিছু বলা হয়নি। ‘এর আগের একটি চুক্তিতে ৫৩ বছর বয়সী বাইডেন কর বিষয়ক দু’টি অভিযোগে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র বিষয়ক আইন লংঘনের অভিযোগকে পাশ কাটাতে একটি কর্মসূচীতে নিজেকে অন্তর্ভুক্ত করেন। তবে জুলাই মাসের শুনানীতে তা বাতিল হয়ে যায়।
বাইডেন পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে করের বিষয়ে তদন্ত চলছে। ভেইস এর আগে বলেন যে কোন সম্ভাব্য অভিযোগ হয় ডিস্ট্রক্ট অফ কলাম্বিয়া অথবা লস এঞ্জেলেস ভিত্তিক সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ায় আনতে হবে।
এই অভিযোগের ঠিক দু’দিন আগে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা হান্টার বাইডেনের বৈদেশিক ব্যবসা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত জো বাইডেনের অভিশংসন তদন্তের বিষয়টি উত্থাপন করেন । হোয়াইট হাউজ কোন রকম ভোটাভুটি ছাড়াই এই পদক্ষেপের নিন্দে করে বলেছে এটা পেছনে কোন প্রমাণ নেই এবং তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে হোয়াইট হাউজ কোন রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। হান্টার বাইডেনের আইনজীবিকে তাৎক্ষনিক ভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। ভেইসের একজন মুখপাত্র মন্ব্য করতে অস্বীকৃতি জানান।