অ্যাকসেসিবিলিটি লিংক

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি একা নয়: মির্জা ফখরুল


বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি একা নয়, সারাবিশ্ব আমাদের সঙ্গে আছে।” শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা একা নই এই আন্দোলনে। আমাদের সঙ্গে গণতান্ত্রিক বিশ্ব আছে। আসুন আমরা সবাই একযোগে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়ি; এই হোক গণতন্ত্র দিবসে আমাদের শপথ।”

তিনি আরো বলেন, “গণতন্ত্র দিবসে আমাদের অঙ্গীকার স্পষ্ট; আমাদের শপথ হচ্ছে যে কোনো মূল্যে, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না। কোনো নির্বাচন হবে না নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া। এখনো বলছি, পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন।”

অধিকারের আদিলুর রহমান খান ও আ স ম নাসির উদ্দিনের কারাদণ্ডের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমি বলতে চাই, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার নিয়ে যিনি কথা বলতেন, যিনি বিচারবর্হিভূত হত্যার বিরুদ্ধে কথা বলেছেন, যিনি হেফাজতে ইসলামী মিটিংয়ে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন, তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “সারাবিশ্ব এই সরকারের নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তাদেরকে মুক্ত করতে বলেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রেজুলেশন করেছে যে অবিলম্বে এই মামলা বাতিল করে তাদের মুক্ত করা হোক এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হোক।”

তিনি সরকারের সমালোচনা করেন।বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই তারা বিভিন্ন অজুহাতে সারাদেশে গণতান্ত্রিক কর্মী যত আছে, বিএনপি যত নেতা-কর্মী আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের আটক করে রাখছে। কারণ একটাই… সামনে নির্বাচন।”

অধিকারের আদিলুর ও নাসিরউদ্দিনের মুক্তি দাবি

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আদিলুর রহমান খান বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সোচ্চার ছিলেন।”

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে মানবাধিকার কমিশন ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় এসব বিষয় তুলে ধরেন আদিলুর। আর এ কারণেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

সাইবার ট্রাইব্যুনালের রায় ও তাদের বিরুদ্ধে সাজার নিন্দাও জানান মির্জা ফখরুল। তিনি আরো বলেন, আদিলুর একজন সাধারণ মানবাধিকার কর্মী নন। তিনি সারা বিশ্বে একজন মানবাধিকার কর্মী হিসেবে অত্যন্ত সুপরিচিত ও সম্মানিত।

XS
SM
MD
LG