অ্যাকসেসিবিলিটি লিংক

অধিকার-এর দুই কর্মকর্তার বিষয়ে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তে ফ্রান্স ও জার্মানির দুঃখ প্রকাশ


অধিকার-এর দুই কর্মকর্তার বিষয়ে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তে ফ্রান্স ও জার্মানির দুঃখ প্রকাশ
অধিকার-এর দুই কর্মকর্তার বিষয়ে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তে ফ্রান্স ও জার্মানির দুঃখ প্রকাশ

মানবাধিকার সংস্থা অধিকারের দুই কর্মকর্তা আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলান সম্পর্কে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলান সম্পর্কে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের জন্য আমরা দুঃখিত।”

বিবৃতিতে বলা হয়, “প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য। ফ্রান্স এবং জার্মানি আইনের শাসনের প্রতি শ্রদ্ধার পাশাপাশি, বাংলাদেশে গণতান্ত্রিক অর্জনের প্রতি গভীরভাবে সংযুক্ত।” সারা বিশ্বের মতো, বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “আমরা এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সংলাপ বজায় রাখবো।” বিবৃতিতে দুই দেশ স্মরণ করেছে যে আদিলুর রহমান খান, মানবাধিকার সংস্থা অধিকারের পক্ষে ২০১৭ সালে মানবাধিকার এবং আইনের শাসনের জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কারপ্রাপ্ত।

XS
SM
MD
LG