অ্যাকসেসিবিলিটি লিংক

স্টলটেনবার্গ: আমাদের অবশ্যই ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে


বেলগোরদ অঞ্চল থেকে উৎক্ষেপণ করা রুশ ক্ষেপণাস্ত্রগুলি পূর্ব ইউক্রেনের খার্কিভের দিকে উড়ে যাচ্ছে । (১৭ সেপ্টেম্বর, ২০২৩।)

নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ জার্মানির ফাঙ্কে মিডিয়া গ্রুপকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের অবশ্যই ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি বলেন, “ শুরু হবার পর বেশিরভাগ যুদ্ধই প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে চলে।”

স্টলটেনবার্গ বলেন, "আমরা সবাই দ্রুত শান্তি নেমে আসবে সেই কামনাই করছি, কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট (ভলোদিমির) জেলেন্সকি এবং ইউক্রেনীয়রা লড়াই বন্ধ করে দেয়, তাহলে তাদের দেশের আর অস্তিত্ব থাকবে না।”

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, রবিবার ভোরে ইউক্রেনের ওডেসা অঞ্চলে যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রবিবার ইউক্রেন ক্রাইমিয়া ও মস্কোতে ড্রোন হামলা চালায়।

ক্রাইমিয়ার এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, একটি ড্রোন একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হেনেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক রবিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে বলেছে, রাশিয়া দক্ষিণ ইউক্রেনের অধিকৃত শহর তোকমাকের আশেপাশে তার প্রতিরক্ষা ব্যবস্থা "সম্ভবত" জোরদার করছে।

টোকমাক শহরটি যুদ্ধক্ষেত্র থেকে ১৬ কিলোমিটার দুরে। একে রাশিয়ার দ্বিতীয় মূল প্রতিরক্ষাব্যুহ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

শহরের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি মনোযোগ "সম্ভবত উত্তরে প্রধান প্রতিরক্ষাবুহ্যের ইউক্রেনীয় কৌশলগত অনুপ্রবেশ সম্পর্কে রাশিয়ার ক্রমবর্ধমান উদ্বেগকেই নির্দেশ করে।“

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG