অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার থেকে ১৫ দিনের কর্মসূচি শুরু করছে বিএনপি


সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক দফা আন্দোলনের অংশ হিসেবে, পাঁচটি রোড মার্চসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচি চলবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, “সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি পূরণে আমরা আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন সফল করতে আমাদের রাজনৈতিক জোট ও সমমনা দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

তিনি জানান, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে সিলেট বিভাগে, ২৩ সেপ্টেম্বর বরিশাল শহর থেকে বরিশাল বিভাগে, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে ময়মনসিংহ বিভাগে এবং ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম বিভাগে রোড মার্চ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল আরো জানান, রোড মার্চ-এ নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে র‌্যালি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, “আমাদের রাজনৈতিক সহযোগী ও দলগুলো, যারা একযোগে আন্দোলনে আছে; তারা নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে। তারা সিদ্ধান্ত নেবে এবং তাদের নিজস্ব উপায়ে যতগুলো কর্মসূচি করতে পারে তা ঘোষণা করবে।”

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “পরিস্থিতিই বলে দেবে আন্দোলন কোন দিকে মোড় নেবে।”

XS
SM
MD
LG