অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন


সিয়ামক নামাজি এবং মোরাদ তাহবাজ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অধীনে মুক্তি পেয়েছেন। তারা ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

সোমবার যুক্তরাষ্ট্র এবং ইরান একটি বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করেছে। এর অধীনে পাঁচজন আমেরিকানকে মুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বলেছে, তারা ইরানে অন্যায়ভাবে আটক ছিল।

বন্দি বিনিময়ে তিনজন আমেরিকানকে সিয়ামক নামাজি, এমাদ শার্গী এবং মোরাদ তাহবাজ বলে চিহ্নিত করা হয়েছে। তারা অন্য দুই আমেরিকানসহ স্থানান্তরের অপেক্ষায় গৃহবন্দি ছিলেন।

বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, এই বন্দি বিনিময়ে ইরান থেকে দোহাগামী একটি কাতারি বিমানে করে মুক্তিপ্রাপ্ত পাঁচজন আমেরিকানকে বহন করে নিয়ে যাওয়া হয়, যাদের সাথে নামাজির মা এবং তাহবাজের স্ত্রী ছিলেন। পূর্বে তাদের ইরান ত্যাগ করার অনুমতি ছিল না।

চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রে অহিংস অপরাধের জন্য অভিযুক্ত বা দোষী সাব্যস্ত পাঁচজন ইরানি ক্ষমা পেয়েছেনঃ কাভেহ লোতফোলাহ আফ্রাসিয়াবি, মেহরদাদ আনসারি, আমিন হাসানজাদেহ, রেজা সারহাংপুর কাফরানি এবং কামবিজ আত্তার কাশানি।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এদের মধ্যে যে ইরানিদের যুক্তরাষ্ট্রে লিগ্যাল স্ট্যাটাস নেই, তারা দোহার মাধ্যমে ইরানে ফিরে যাবে।

আনসারি এবং কাশানি ফেডারেল কারাগারে সাজা ভোগ করছিলেন, আর আফ্রাসিয়াবি, হাসানজাদেহ এবং কাফরানি প্রাক-বিচার মুক্তির জন্য তত্ত্বাবধানে ছিলেন।

চুক্তিতে যুক্তরাষ্ট্রকে দেশটির নিষেধাজ্ঞার অধীনে স্থগিত ইরানি তহবিলের মধ্যে ৬শ কোটি ডলার দক্ষিণ কোরিয়ার অ্যাকাউন্ট থেকে কাতারের অ্যাকাউন্টে স্থানান্তর করার অনুমোদনও অন্তর্ভুক্ত ছিল।

তহবিলগুলো শুধুমাত্র মানবিক উদ্দেশ্যে যেমন খাদ্য, ওষুধ এবং কৃষি পণ্যের জন্য ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG