অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার দেরনায় বন্যা দুর্যোগে যে ভাবে সাড়া দেয়া হয় তার বিরুদ্ধে সমাবেশ করেছে শত শত বিক্ষোভকারী


১৮ সেপ্টেম্বর রবিবার, বন্যা কবলিত পূর্ব লিবিয়ার বন্দর নগরী দেরনার একটি মসজিদে বিক্ষোভের জন্য জড়ো হয় শত শত বিক্ষোভকারী।

বিক্ষোভকারীরা, গত সপ্তাহের বিপর্যয়ের বিষয়ে তাদের তদন্ত ত্বরান্বিত করার এবং শহরের অবকাঠামোর দায়িত্বে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।

এই মাসের শুরুর দিকে ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের প্রভাবে দেরনায় কাছাকাছি দুটি বাঁধ ভেঙে প্রায় ১১,৩০০ বাসিন্দা নিহত এবং এখনো আরও অন্তত দশ হাজার মানুষ নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হচ্ছে৷ (এপি)

XS
SM
MD
LG