নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনের সাইডলাইনে নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা বিশেষ করে খনি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আফ্রিকার দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে আরও সহযোগিতা মহাদেশ জুড়ে প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করবে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর এক মুখপাত্র বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে টিনুবুর এই আলোচনাই ছিল জাতিসংঘের ৭৮তম অধিবেশনে নাইজেরিয়ার প্রেসিডেন্টের প্রথম বৈঠক। নাইজেরিয়ার অর্থনীতিকে শক্তিশালী করতে বিনিয়োগ আকৃষ্ট করাই তার উদ্দেশ্য ।
সোমবার টিনুবু এবং রামাফোসা খনি ও টেলিকম খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন । বিশেষত বিনিয়োগকে নিরুৎসাহিত করে এমন কঠোর ব্যবসায়িক নীতিগুলি শিথিল করার বিষয়ে তারা কথা বলেন।
টিনুবু বলেন, অর্থনৈতিক সম্পর্কের উন্নতি আরও কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উভয় দেশই এতে উপকৃত হবে।
নাইজেরিয়ার অর্থনীতিবিদ আইজাক বোটি একমত পোষণ করে বলেন, দক্ষিণ আফ্রিকার সাথে একটি শক্তিশালী জোট তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও বাড়িয়ে তুলবে। তাছাড়াও দুই দেশের মধ্যে চুক্তি, বিনিয়োগ সম্প্রসারণ ও রাজস্বের উৎস উন্নত করার সুযোগ বৃদ্ধি করবে বলে মনে করছেন তিনি।
রাজনীতি বিষয়ক বিশ্লেষক রোটিমি ওলাওয়ালে বলেন, দারিদ্র্যের মধ্যে আটকে পড়া লাখ লাখ মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করতে হলে আফ্রিকার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।