বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও তথ্য প্রযুক্তি (আইটি) প্রোগ্রাম উন্নত করতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার(২২ সেপ্টেম্বর) এই ঋণের অনুমোদন দেয় এডিবি।
এডিবির তথ্য মতে, বাংলাদেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল ও তথ্য প্রযুক্তিবিষয়ক প্রোগ্রামগুলোকে সময়োপযোগী করতে এই প্রকল্প সহায়তা করবে।
এডিবি-র সামাজিক খাতের অর্থনীতিবিদ রিওতারো হায়াশি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি গ্রহণকে ত্বরান্বিত করতে এবং ডিজিটাল-বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে উচ্চশিক্ষায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উন্নীত করা এখন সময়ের দাবি।”
তিনি বলেন, “এই প্রকল্প আরো দক্ষ ও প্রযুক্তিবান্ধব স্নাতক এবং উদ্যোক্তাদের বিকাশে সহায়তা করবে; যারা বাংলাদেশের আইটি শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে। এই প্রোগ্রামগুলো মিশ্র শিক্ষার কৌশল গ্রহণ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও ইন্টারনেট অফ থিংস এর মতো সর্বশেষ প্রযুক্তিগুলো-কে একীভূত করবে।”
এডিবি তিনটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ ও পরীক্ষাগার স্থাপন, সহযোগিতা ও স্টার্টআপ স্পেস প্রতিষ্ঠা এবং সহায়ক সুবিধা প্রদানে সহায়তা করবে। এই সুবিধাগুলো, জলবায়ু ও দুর্যোগসহনশীল নকশা, জ্বালানি ও পানিসাশ্রয়ী বৈশিষ্ট্যগুলোকে অন্তর্ভুক্ত করবে এবং নারীবান্ধব সুযোগ-সুবিধা ও পরিষেবাগুলো অন্তর্ভুক্ত করবে।