অ্যাকসেসিবিলিটি লিংক

বর্ষণে বিপর্যস্ত ঢাকার জনজীবন, আরো বৃষ্টির পূর্বাভাস


বর্ষণে বিপর্যস্ত ঢাকার জনজীবন, আরো বৃষ্টির পূর্বাভাস
বর্ষণে বিপর্যস্ত ঢাকার জনজীবন, আরো বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হলে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) জনজীবন স্থবির হয়ে পড়ে। রাজধানী ঢাকা ছাড়াও, বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এদিকে, আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় সন্ধ্যা ৬ টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। অবিরাম বর্ষনে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। যার ফলে নিত্যযাত্রীরা আটকা পড়েন এবং প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হন। জলমগ্ন প্রধান সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

রাজধানী ঢাকার মিরপুর ১০, মিরপুর ১১, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, পুরানা পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা, বংশাল রোড, বিজয় সরণি, ইস্কাটন, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থানরত নিম্নচাপের কারণে ঢাকা শহরে অবিরাম বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, “রাজধানীতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”

শুক্রবারও রাজধানী ঢাকার বংশাল, সিদ্দিক বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, খিলগাঁও, রামপুরা, পুরান ঢাকার কিছু এলাকাসহ বেশ কিছু এলাকায় পানি জমে থাকে। বৃহস্পতিবার রাতে, মিরপুর এলাকায় জমে থাকা পানি থেকে সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। শিশুটির বাবা-মা ও বোন পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার সন্ধ্যার পর, নিত্যযাত্রীরা, বিশেষ করে অফিস ফেরত, ভারী বৃষ্টি এবং এর ফলে সৃষ্ট যানজটের মধ্যে বাড়ি ফিরেছেন। এ সময় অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন তারা। নিউ এজের সাংবাদিক শামস রহমান বলেন, “বাসে ওঠার চার ঘণ্টা পর রাত ২টা ৩৭ মিনিটে বাসায় পৌঁছেছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের বাসিন্দা তানজিলা তাসনিম জানান, তাদের হল প্রাঙ্গণে পানি জমে রয়েছে। তিনি বলেন, “আমরা এক ভবন থেকে অন্য ভবনে যেতে পারছি না। আমরা দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার সমস্যার সঙ্গে লড়াই করছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, “আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা থেকে পানি সরাতে কাজ করছে সিটি করপোরেশনের তিনটি দল।আর, সাময়িকভাবে আমরা ওয়াসা থেকে পানি ব্যবস্থাপনার সহায়তা নিচ্ছি।”

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায়, সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ১৫৭ মিলিমিটার (মিলিমিটার)। আগামী ২৪ ঘণ্টায় (২৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত। সারাদেশে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

XS
SM
MD
LG