বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার পর, যারা সরকারের অবৈধ কাজে সহায়তা করেছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রশাসনে উৎকণ্ঠা রয়েছে।” খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধোলাইখালে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “নিষেধাজ্ঞায় সরকার দিশেহারা হয়ে গেছে। নিষেধাজ্ঞা নিয়ে সচিবালয়ে আলোচনা হচ্ছে, যারা সরকারের অবৈধ কাজে সহায়তা করেছে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রসাশন উৎকণ্ঠা রয়েছে। বোঝা যাচ্ছে এ সরকারের পতন ঘণ্টা বেজে গেছে।”
খালেদা জিয়া মৃত্যুর দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে যেতে বলেছেন। তাই অবিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিন, অন্যথায় সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, “শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নয়, এদেশের মানুষ এখন নিষেধাজ্ঞা দিচ্ছে এই সরকারকে। এদেশের মানুষ পরিষ্কার ভাষায় একবাক্যে বলছে; এখন অনেক হয়েছে, অনেক অত্যাচার, নির্যাতন করেছে, নেতাদের কারাগারে আটক করেছে, আমরা আর সেটা হতে দেবো না। এজন্য আমরা আন্দোলন করছি।”
“এখনো সময় আছে; এই শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভেবে নিয়ে, আপনারা পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিন; এই রাজনৈতিক সংকট দূর করুন। অন্যথায় সব দায়-দায়িত্ব আপনাদেরই নিতে হবে;” বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।