যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “ভিসা রেকর্ড গোপনীয়, তাই নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। আর ভিসা নীতির লক্ষ্য হলো, কোনো পক্ষ নেয়া নয়; বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করা বা সমর্থন করা।” মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার (২৫ সেপ্টেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
ব্রিফিং-এ তিনি বলেছেন, “আমি বলবো যে, শুক্রবার আমাদের ঘোষিত নতুন ভিসা বিধিনিষেধের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দল, উভয় পক্ষের সদস্যই অন্তর্ভুক্ত রয়েছে।” তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী গত মে মাসে নতুন ভিসা নীতি ঘোষণা করেন। সে সময় উদ্দেশ্য ছিলো কোনো পক্ষ নেয়া নয়; বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করা বা সমর্থন করা।”
ভিসা বিধিনিষেধে গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমি মনে করি, আমরা যা বলেছি এবং ভিসা রেকর্ড গোপনীয় হওয়ায় আমরা নির্দিষ্ট সদস্য বা নির্দিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করিনি। তবে, এটি স্পষ্ট করা হয়েছে যে এগুলো আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।”