অ্যাকসেসিবিলিটি লিংক

গুয়েতেমালায় ভূমিধসে নিহত ৬, নিখোঁজ ১২


গুয়েতেমালা সিটির উপকণ্ঠে "দিওস এস ফিয়েল" বস্তিতে ভারী বৃষ্টিপাতের ফলে নারানজো নদীতে ঘরবাড়ি ভেসে যাওয়ায় উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধান করছেন। ( ২৫ সেপ্টেম্বর, ২০২৩)
গুয়েতেমালা সিটির উপকণ্ঠে "দিওস এস ফিয়েল" বস্তিতে ভারী বৃষ্টিপাতের ফলে নারানজো নদীতে ঘরবাড়ি ভেসে যাওয়ায় উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধান করছেন। ( ২৫ সেপ্টেম্বর, ২০২৩)

গুয়েতেমালার রাজধানীতে সোমবার ভোরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি নদীতে ভেসে গেছে। এতে কমপক্ষে ছয়জন মারা যায়। ১০ শিশুসহ মোট ১২ জনের নিখোঁজ সংবাদ পাওয়া গেছে।

গুয়েতেমালার ন্যাশনাল ডিজাস্টার রিডাকশন কোঅর্ডিনেটর সোমবার এক বিবৃতিতে বলেন, ৬ জন মৃতের মধ্যে এক অল্পবয়সী মেয়েও রয়েছে।

নারানজো নদী থেকে প্রায় ৫ কিলোমিটার (৩ মাইল) নিচে ধ্বংসস্তূপ ও কাদায় আংশিক চাপা পড়ে থাকা ৫ বছর বয়সী মেয়েটির দেহ উদ্ধার করে দমকল কর্মীরা।

আনুমানিক রাত ২টার দিকে ভূমিধসে ছয়টি বাড়ি এবং সেখানে বসবাসকারী পরিবারগুলি ভেসে যায়। ভোর ৫টার দিকে দমকল কর্মীরা অনুসন্ধানের ঘোষণা দেন।

বর্ষা মৌসুমে গুয়েতেমালায় ভূমিধস একটি বড় হুমকি। নভেম্বর পর্যন্ত এটি চলতেই থাকে।

XS
SM
MD
LG