অ্যাকসেসিবিলিটি লিংক

টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম—ফিরেছেন রিয়াদ


টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম—ফিরেছেন রিয়াদ
টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম—ফিরেছেন রিয়াদ

ধারাবাহিক নাটকীয়তার পর আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রদর্শনের করে বোর্ড স্কোয়াডের পরিচয় তুলে ধরে।

বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তাঁর সহকারী হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সহ-অধিনায়কের পদ থেকে অব্যাহতি পেয়েছেন লিটন দাস।

অভিজ্ঞ তামিম ইকবাল বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী বাঁহাতি ওপেনার পিঠের ইনজুরিতে ভুগছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে তাঁর ওপর পুরোপুরি নির্ভর করাও যায়নি। এ জন্য আগামী মাসের শুরুতে ভারতে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ সারা দেশে জনমতকে যে মেরুকরণ করবে তা নিশ্চিত। ভক্তরা প্রায় তিন মাস আগে ক্রিকেটের সব ফরম্যাট থেকে তাঁর নাটকীয় অবসরের কথা স্মরণ করবেন। বিশ্বকাপ খুব কাছাকাছি হওয়ার কারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘন্টার মধ্যে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন তিনি।

আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য নিউজিল্যান্ড সিরিজের সময় মাঝখানে নীরব উপস্থিতি দেখিয়ে নিজের জন্য ভারতের টিকিট নিশ্চিত করেছিলেন।

নির্বাচকেরা তাঁর ভূমিকা নিয়ে কখনোই মনস্থির করতে না পারায় ক্যারিয়ার শেষ বলে মনে হওয়া রিয়াদ মুশফিকুর রহিমের পাশাপাশি মিডল অর্ডারের মূল ভিত্তি হিসেবে আরও একটি গৌরব অর্জন করতে পারবেন। তবে বড় ইভেন্টের আগে দুজনই উদাসীন ফর্ম দেখিয়েছেন।

ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবও যোগ হয়েছেন দলে। তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ডের নির্দেশনায় এই বিশ্বকাপে পাঁচ সদস্যের পেস-অ্যাটাক ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং দুই বাঁহাতি মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

কে ওপেন করবেন?

তামিমের অনুপস্থিতিতে লিটন দাসের সঙ্গী হিসেবে ব্যাটিং অর্ডারের শীর্ষে কে তাঁর জায়গা নেবেন, সেটাই হবে সুস্পষ্ট প্রশ্ন। এখন পর্যন্ত যা চেষ্টা করা হয়েছে, তাতে দুটি বিকল্প হতে পারে। কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ওপেনিং করা তরুণ তানজিদ হাসান তামিমকে চিন্তা করা অথবা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আবার ওপরে উন্নীত করা। তিনি সীমিত ওভারের ক্রিকেটের এই অবস্থানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন।

তানজিদকে চেষ্টা করা হলেও মঙ্গলবার ওপেনার হিসেবে মাত্র ৫ রান করাসহ নিউজিল্যান্ড সিরিজে টপ অর্ডারে ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারেননি তিনি। পরিস্থিতির বিবেচনায় বিকল্প হিসেবে মিরাজ সবচেয়ে পছন্দের তালিকায় থাকতে পারে।

দলের ফর্মে থাকা সহ-অধিনায়ক শান্ত তাঁর পছন্দের ৩ নম্বর পজিশন ধরে রাখবেন।

তামিমকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনার জন্য বোর্ড সভাপতি নাজমুল হাসানের বাসায় সোমবার রাতে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বিসিবি সূত্র নিশ্চিত করেছে, নাজমুলের সঙ্গে বৈঠকে অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত ছিলেন। তামিমের ইনজুরি নিয়ে শঙ্কার কারণে বিশ্বকাপে তাঁকে অন্তর্ভুক্ত করা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।

ঘটনার আকস্মিক পরিবর্তনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতেও অপারেশনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকারী তামিমের বড় ভাই নাফিস ইকবালকে হঠাৎ করে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এবারের বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ ছাড়া শুধু শ্রীলঙ্কাই আনুষ্ঠানিক দল ঘোষণার অপেক্ষায় ছিল।

বাংলাদেশের বিশ্বকাপ-২০২৩ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

XS
SM
MD
LG