অ্যাকসেসিবিলিটি লিংক

বরিশালে জামায়াতে ইসলামীর ৮ নেতা-কর্মী গ্রেপ্তার


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বরিশালে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বের) সকালে নগরীর নবগ্রাম রোডের খান সড়কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সিরাজুল ইসলাম, সোবহান হাওলাদার, আব্দুল কাইয়ুম, মেহেদী হাসান, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ ইমরান।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে আগেই বিস্ফোরক আইনে মামলা ছিল। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমীর এবং আলেম-ওলামাসহ সব রাজনৈতিক নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী এই মিছিল বের করেছিল।

XS
SM
MD
LG