বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “এই ভিসা নীতিতে, আমাদের সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হবে ... কেন এই জাতিকে এর মধ্য দিয়ে যেতে হবে? আমরা খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে আছি। অনেক মানুষ আছে যারা খুব খুশি। এটা আনন্দের বিষয় নয়, এটা লজ্জার”।
বুধবার (২৭ মেপ্টেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা ভয়ানক পরিস্থিতির মধ্যে আছি, দেশের অবস্থা ভয়াবহ। সেই অবস্থা থেকে বের না হলে পুরো জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আজ এই বিপদ, এই সংকট শুধু বিএনপির নয়, এই সংকট জাতির”।
তিনি বলেন, “সবকিছুই নির্ভর করছে আগামী কয়েকদিনের ওপর--ভবিষ্যতে আমরা স্বাধীন থাকব কি না, আমাদের স্বাধীনতা থাকবে কি না, আমাদের সার্বভৌমত্ব থাকবে কি না, আমার দেশ একটি ক্রীতদাস রাষ্ট্রে (ভ্যাসেল স্টেট) পরিণত হবে কি না, আমার গণতান্ত্রিক অধিকার থাকবে কি না। আমি আমার পছন্দ অনুযায়ী আমার প্রতিনিধি নির্বাচন করতে পারি কি না”।
মির্জা ফখরুল বলেন, “জনগণ সিদ্ধান্ত নিয়েছে। জনগণ সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তারা এর কোনো বিকল্প চায় না”।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। প্রায় এক বছর ধরে আমরা রাজপথে রয়েছি। এতে আমাদের ২২ জন তরুণ নেতা রাস্তায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, আমরা রয়েছি। বহুবার জেল খাটতে হয়েছে, তারপরও ওরা কখনো আমাদের দমাতে পারেনি, পারবেও না”।
তিনি বলেন, “আমাদের অনেক বুদ্ধিজীবী টেলিভিশনের টকশোতে আর আসেন না। কারণ কী? তাদের হুমকি দেওয়া হয় যে, সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বললে বিপদে পড়বেন ... আমরা এই অবস্থায় বাস করি”।
বিএনপির গাজীপুর জেলা শাখার সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক মো. বেনজীর আহমেদ টিটু ও শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান।
কোনো নিষেধাজ্ঞা শেখ হাসিনাকে থামাতে পারবে না—ওবায়দুল কাদের
এদিকে কোনো নিষেধাজ্ঞা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও বিধিনিষেধের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলবে। একাত্তরে আমাদের হারাতে পারেনি, আজও কোনো নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না”।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জে আওয়ামী লীগের ঢাকা জেলা শাখা আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে আঘাত করলে এবার পাল্টা আঘাত করা হবে। কোনো অবস্থাতেই কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ কারও কাছে মাথা নত করবে না। বিএনপি কীভাবে ঢাকা দখল করে তা দেখার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ। লাল সবুজের পতাকা নিয়ে আওয়ামী লীগ সারা দেশ দখল করবে”।
ওবায়দুল কাদের বলেন, “খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করেছে বিএনপি। ৪৮ মিনিটও তার মুক্তির জন্য কোনো আন্দোলন হয়নি”।
আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।