অ্যাকসেসিবিলিটি লিংক

আমার কাজের সঙ্গে ছোটভাই তামিমের চলমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই—নাফিস ইকবাল


বাংলাদেশ দলের সাবেক ওপেনার ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বর্তমান সদস্য নাফিস ইকবাল
বাংলাদেশ দলের সাবেক ওপেনার ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বর্তমান সদস্য নাফিস ইকবাল

বাংলাদেশ দলের সাবেক ওপেনার ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বর্তমান সদস্য নাফিস ইকবাল একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ড্রেসিংরুম থেকে চলে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজে নাফিস ইকবাল জাতীয় দলের অপারেশনাল ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডেতে একই দায়িত্ব পালন করতে স্টেডিয়ামে আসেন তিনি। ম্যাচ শুরু হলে এক পর্যায়ে তিনি স্টেডিয়াম ছেড়ে চলে যান। এই ঘটনার পর জাতীয় দল থেকে তাঁর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা নাফিস ইকবাল বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরিস্থিতি তুলে ধরেন।

আগের দিন (২৬ সেপ্টেম্বর) সকালে তাঁকে জানানো হয়েছিল, তিনি বিশ্বকাপগামী বহরে থাকছেন না। বিষয়টি জেনে মানসিক প্রভাবের কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উল্লেখ করে নাফিস ইকবাল বলেন, “আমিও মানুষ। বাকি সবার মতো আমারও আবেগ আছে”।

তিনি আরও বলেন, “আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে যা ঘটছে, তার সঙ্গে আমার এই কাজের কোনো সম্পর্ক নেই। মাঠ থেকে আমার চলে যাওয়ার ৬ থেকে ৭ ঘণ্টা পর বিশ্বকাপের দল ঘোষণা করা হয়”।

নাফিস ইকবাল জোর দিয়ে বলেন, তিনি মাঠ ছাড়ার সময় প্রয়োজনীয় সমস্ত প্রটোকল অনুসরণ করেছিলেন। তিনি বলেন, তিনি প্রথমে প্রধান কোচকে অবহিত করেছিলেন এবং তারপরে স্টেডিয়াম ছাড়ার জন্য প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ করেছিলেন।

বাংলাদেশ দল বর্তমানে ভারতের গুয়াহাটিতে অবস্থান করছে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

XS
SM
MD
LG