অ্যাকসেসিবিলিটি লিংক

দেশের ভাবমূর্তি উন্নত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করুন: যুক্তরাষ্ট্রে দূতাবাস কর্মীদের শেখ হাসিনা


যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাবমূর্তি আরো উন্নত করতে, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। এ সময় তিনি তাদের প্রতি এ আহবান জানান।

বাংলাদেশর প্রধানমন্ত্রী বলেন, “দেশের ভাবমূর্তি আরো উন্নত করতে অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করুন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকালে দূতাবাসে পৌঁছালে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। শেখ হাসিনা প্রথমে দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অবস্থিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

XS
SM
MD
LG