জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতা নাগরিকদের সেবা নিশ্চিত করতে পারে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের অংশ হিসেবে শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থার নানা স্তরে, জনগণের জন্য বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা রয়েছে। এই সেবা পাওয়া জনগণের অধিকার। সেবা গ্রহণের ক্ষেত্রে কখনো কখনো জনগণ নানা ভোগান্তির শিকার হয়। আমরা বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের কথা শুনি; আমার মতে, জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতার আওতায় আনা গেলে নাগরিকদের সেবা পাওয়া সহজ হয়, ভোগন্তি মুক্ত হয়।”
অনুষ্ঠান শেষে, সাংবাদিকরা তার কাছে জানতে চান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের রাজনৈতিক সংলাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা। জবাবে মো. তাজুল ইসলাম বলেন, “যেকোনো আলোচনায় একটি বিষয়বস্তু বা টার্মস অফ রেফারেন্স নির্দিষ্ট করতে হয়। বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যায়নি। সঠিক বিষয়বস্তু ঠিক করা গেলে, তা নিয়ে আলোচনা হতেই পারে। তবে, নির্বাচন পদ্ধতি নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।”