চীনের হাংঝু-তে চলমান ১৯তম এশিয়ান গেমস-এ,শনিবার (৩০ সেপ্টেম্বর) দাবার দ্বিতীয় রাউন্ডে পুরুষের দলগত ইভেন্ট-এর ম্যাচে কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান কিরগিজস্তানের আইএম মার্কভ মিখাইল-কে এবং বাংলাদেশের জি এম জিয়াউর রহমান কিরগিজস্তানের এফএম সেজদবেকভ রুসলান-কে পরাজিত করেন।দিনের অন্য দুই ম্যাচে জি এম এনামুল হোসেন রাজিব ও জিএম নিয়াজ মুর্শেদ কিরগিজস্তানের ইএম ওরোজবায়েভ এলদিয়ার ও এফএম ঝাকশিলিকভ এরজানের কাছে পরাজিত হন।
এই পয়েন্ট অর্জনের মধ্য দিয়ে, দলগত ইভেন্ট-এর ম্যাচে, কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।