বাংলাদেশে সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।দেশটির বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ভারতের আসামের গোয়ালপাড়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে, ১০ কিলোমিটার গভীরে।
তবে, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, ভারত ও বাংলাদেশের পাশাপাশি ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।